বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহিদ হোসাইন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে গত ২০ অক্টোবর যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সাউথ এশিয়া ডিপার্টমেন্ট এর একজন প্রিন্সিপা
এডিবি’র কনসালটেন্ট হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও সেক্টর ইস্যু বিষয়ে ঊর্ধ্বতন নির্বাহীগণের উপদেষ্টা হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি মূল্য সংযোজন করের (ভ্যাট) নকশা, উন্নয়ন ও বাস্তবায়নের কাজে কেন্দ্রিয় ভূমিকা পালন করেন। সমন্বিত পরোক্ষ কর সংস্কারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন। মৌলভীবাজার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের গর্বিত জনক।বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম /রমজান