ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। সোমবার ( ২১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার সময় ভাঙ্গা ও নগরকান্দা সীমান্তে পুকুরিয়া বাসস্ট্যান্ড ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আসাদুল মৃর্ধার (২০) বাড়ি ভাঙ্গা উপজেলার ধর্মদী গ্রামের লায়েক মূর্ধার পুত্র। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই আব্দুল্লাহ কাফি জানান, পুকুরিয়া ব্রীজের পাশে ভাঙ্গাগামী প্রাইভেটকার ও ফরিদপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেলটি সম্পূর্ন দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসময় মোটর সাইকেলের চালক আসাদুল মৃর্ধা ঘটনা স্থলেই নিহত হয়েছে। আমরা চালকের লাশ উদ্ধার করেছি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ. /কাশেম / রানা
দৈ. বার্তা সরণি/ একে/ রানা