ঢাকাস্থ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকায় বসবাস করা জাতীয়তাবাদে বিশ্বাসী কবিরহাট উপজেলার সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক ইব্রাহিম খলিল শাহেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ঢাকায় বসবাসরত কবিরহাট উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার উদ্দেশ্যে মূলত এই ফোরামের পথচলা। এছাড়াও সামাজিক ও মানবিক কাজ এবং রক্তদান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে এই সংগঠনের মাধ্যমে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্প্রতি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।
অনুষ্ঠানের মাঝে মাঝে চলে সদস্য সংগ্রহ কার্যক্রম। এর পাশাপাশি আগত সকল সদস্যদের পরিচয় পর্ব শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও সার্বিক পরামর্শমূলক বক্তব্য রাখেন তারা।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব দিদারুল আলম মিলন, যুগ্ম আহবায়ক দিদার হোসেন, ইয়াসিন আলম, সদস্য মো. জাহাঙ্গীর আলম ও মোঃ রনি প্রমুখ।
আ. দৈ. / কাশেম / জাহাঙ্গীর