মা' ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় আজ বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১৮ জনের প্রত্যেককে ১৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রায় ২ লক্ষ মিটার জাল ধ্বংস করা হয়। এছাড়া, জব্দকৃত প্রায় ৩ মন ইলিশ স্থানীয় এতিমখানাতে প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন: মো: শরীফ (২৪), হৃদয় (২৫), মো: রাসেল (২২), শফিকুল (১৮), নায়েব আলী (৭০), মোঃ আলিম (২২), সুরুজ্জামান(২৭), রবিউল (২৬), নূর নবী (১৮), মমিন (২৭), ইকবাল (৪৬), সুমন (২০), শহীদুল (১৮), সাগর (৩০), মতিউর রহমান (৩৬), সাদ্দাম হোসেন (৩০), খায়রুল ইসলাম (৩০) ও শরিফুল (২৪)।
জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১৮ জনকে জেল এবং জাল ধ্বংস করা হয়। এছাড়া, জব্দকৃত মাছ এতিমখানাতে প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আ. দৈ. /কাশেম/সুমন