মেহেরপুরের গাংনী উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ৯৫ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল পাঁচটায় ভাটপাড়া (কুঠি) এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী অসহায়দের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয়ন প্রকল্পের ৯৫টি দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ শেষ করে জেলা প্রশাসক মহাদয় সকলের সমস্যা কথা জানতে চান। তখন সবার নিজ নিজ সমস্যা কথা জানান। আশ্রায় কেন্দ্রের বাসিন্দা শুকুর আলী জানান, অনেক বছর আগে আশ্রয় প্রকল্পের ঘরগুলো নির্মাণ করলে তা এখন বসবাসের অনুপযোগী।
এখানে ৯৫ টি পরিবার বসবাস করে তার ভিতরে অনেকের ঘরের টিন ফুটা হয়ে বৃষ্টির পানি পড়ে। এবং অনেকের টয়লেট ও টিওয়বায়েল ব্যবহারের অনুপযোগী যা স্বাস্থ্য যুকি আছে। এবং ১০০ থেকে ১৫০ লোকজনের নামাজ পড়ার জন্য একটি মক্তব থাকলে ও রক্ষণাবেক্ষণ না করায় মসজিদটি ব্যাবহার করা যায় না এসব অভিযোগ করে থাকেন।
এসব হতদরিদ্র পরিবারের আহাজারি কথা শোনে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে আগামীকাল থেকে এসব কাজের রক্ষণাবেক্ষণ নতুন টয়লেট ও মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। সেই সাথে শিশুদের মোবাইল আসক্তি হতে বের করে ভাটপাড়া ইকো পার্কে শিশুদের খেলাধুলার জায়গার ব্যবস্থা করার নির্দেশ দেন। এসব রক্ষণাবেক্ষণ এর কাজ ও মসজিদের কাজটি করা নিজেই দেওয়ায় আশ্রয় প্রকল্পের বাসিন্দারা আনন্দে আপ্লুত হন। শীতের সময় নতুন কম্বল পেয়ে খুশি হন ।
বিতরণ অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা ও অভিযোগ নিষ্পত্তি সেল (জিআরএস)-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছমাতারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আ. দৈ./ কাশেম