খুলনা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে ফিরে যাওয়ার সময় দুইজনকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনই নিহত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাসিব (৪১) ও রাজন (৪০)। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।প্রাথমিক সূত্রে জানা যায়, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় থেকে সাতজন এসে অর্তকিতভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে একজনকে গুলি করে এবং নিহতের সঙ্গী চলে যাওয়ার চেষ্টা করলে তাকে সবাই মিলে ঝাপিয়ে ধরে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
রাজনের পিতা মো. এজাজ শেখ বলেন, আমার ছেলে একটা মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলো। ফেরার সময় রাজন খুন হয়।
হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাঁদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এরা দুজনেই পলাশ গ্রুপের সদস্য। এদের নামে অস্ত্রসহ একাধিক মামলা আছে। আজ সেই মামলার হাজিরে দিতে গিয়েছিলো। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে। তদন্তের স্বার্থে এখন আর কোন তথ্য দেওয়া যাচ্ছে না।