ভারতেই আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম যে, তিনি সংক্ষিপ্ত নোটিশে এখানে এসেছেন। এবং তিনি এখানেই থাকবেন।’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সূত্র : এনডিটিভি ।
গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে গেছেন দুই মাস হলো। এরই মধ্যে আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে দেশে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এমন প্রেক্ষাপটে তার অবস্থান নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক রনধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন, ‘আজ দুপুরের দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী মাসে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
এই বিষয়ে ভারতের পদক্ষেপ কী হবে? এছাড়া বাংলাদেশ থেকে অনেক খবর আসছে যে, শেখ হাসিনা ভারতে আছেন, অথবা ভারতের বাইরে আছেন এবং তিনি ভারতে ফিরে আসতে পারেন। ভারতের সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে। সুতরাং ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না, অথবা তার অনুরোধে নাকি স্বল্প সময়ের নোটিশে এখানে অবস্থান করছেন? নাকি তার একই স্ট্যাটাস এখনো অব্যাহত আছে?
জবাবে মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি। তবে এই বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনো তথ্য নেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এখানে অবস্থানের বিষয়ে আমি আগেও জানিয়েছি যে তিনি নিরাপত্তার স্বার্থে স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছেন এবং তিনি এখানেই আছেন।’
আ. দৈনিক/ কাশেম