ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে৭টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে, যা একপর্যায়ে বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী তেলজুড়ী ব্রীজ এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের সালথা উপজেলার খারদিয়া এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ও তেলজুড়ী গ্রামে অতর্কিত হামলা চালায়। এই হামলার জবাবে পরমেশ্বরদী ও তেলজুড়ী গ্রামের বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলজুড়ী গ্রামের প্রায় ১৫-২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আ. দৈ./কাশেম