জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আসন্ন নির্বাচনে কেউ পেশিশক্তি ও কালো টাকার মাধ্যমে ভোট হাইজ্যাক করতে চাইলে আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো, ইনশাল্লাহ।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি বলেন, “যুবকদের ভোট নিয়ে কেউ কোনো অনিয়ম করুক, তা আমরা বরদাস্ত করব না। যুবকরা তোমাদের ভোট তুমি দেবে। আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, সাহস ও শক্তি দেব। কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায়।”
তিনি আরও বলেন, “তুমি যাকে পছন্দ কর, তাকে ভোট দাও। আমাকে দিবা না দিবা—এটা তোমার ব্যাপার। কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাব, ইনশাল্লাহ।”
শেখ হাসিনার মামলার রায় নিয়ে তিনি মন্তব্য করেন, “এ রায়ের মাধ্যমে মজলুমানের কান্না কিছুটা হলেও থামবে। স্বজনহারা পরিবারগুলো সাময়িক সান্ত্বনা পাবে। বিচার ছিল স্পষ্টভাবে লাইভ সম্প্রচারিত, যা ন্যায়বিচারের মানদণ্ড হিসেবে ধরা যেতে পারে। আমরা সরকারের ও বিচার বিভাগের কাছে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই।”
জামায়াতের আমির বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট—আমরা কারও ওপর অবিচার চাই না। প্রত্যেক নাগরিকের অধিকার আছে ন্যায়বিচার পাওয়ার, তেমনি কারও ওপর অবিচার না হোক, সেটাও আমরা চাই।”
তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে সম্পদশালীদের সম্পদ হরণ নয়, বরং তাদের সম্পদের পাহারাদারি করা হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে ও সম্মানের সঙ্গে ব্যবসা চালাতে পারেন।
নারীদের কর্মঘণ্টা সংক্রান্ত মন্তব্যে ডা. শফিকুর বলেন, “নারীদের কর্মঘণ্টা কমালে তারা পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারবে। পাঁচ ঘণ্টার কাজ শেষে বাচ্চার কাছে ফিরে যাবে, লালন-পালন করবে এবং পরিবারের অন্যান্য দায়িত্ব পালন করবে। এটি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ।”