প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেছেন।সূত্র জানায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সোহানুর রহমানের নামে পৃথক তিনটি মামলা করা হয়েছিল। আজ সোহানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে যথাক্রমে ৩ কোটি ৫৬ লাখ এবং ৩ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
আবেদ আলী ২০১৪ সালে পিএসসিতে চাকরি থেকে বরখাস্ত হন। একই বছরের নন-ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রে তার সক্রিয় অংশগ্রহণ ধরা পড়ে। এক সময় কুলির কাজ করা আবেদ আলী গাড়ি চালানো শিখে পিএসসিতে চাকরি নেন এবং পরবর্তীতে প্রশ্ন ফাঁস চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা অর্জন করেন।
এর আগে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে তার এবং ছেলের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।