মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে র্যাব-৪-এর আভিযানিক দল সাভারের বিরোলিয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল (৩০) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকা থেকে ১৮ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫) কে গ্রেপ্তার করে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় মিরপুর-১২ ব্লক-বি এলাকায় বিক্রমপুর স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানের সামনে ছয়জন অজ্ঞাত সন্ত্রাসী প্রকাশ্যে গোলাম কিবরিয়াকে (৫০) গুলি করে হত্যা করে। পালানোর সময় একজন রিকশাচালকও গুলিবিদ্ধ হন। পরে জনতা জনি ভূইয়া (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
র্যাব ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ করে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই গ্রেপ্তার আসামি জানায়, হত্যাকাণ্ড রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারের কারণে সংঘটিত হয়েছে। এটি ছিল সুপরিকল্পিত হত্যা, যেখানে বড় অঙ্কের অর্থ লেনদেন জড়িত। তারা উভয়েই পেশাদার হত্যাকারী এবং একাধিক মামলার আসামি।
র্যাব-৪ জানিয়েছে, পাতা সোহেলের নামে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে, এবং বুকপোড়া সুজন ১৮টি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক। উভয়ই মিরপুরকেন্দ্রিক সন্ত্রাসী গ্রুপ ‘ফোর স্টার’-এর সক্রিয় সদস্য। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।