লক্ষ্মীপুরের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ উচ্চ মাধ্যমিক-২০২৪ পরীক্ষার ফলাফলে ঘটিয়েছে বাজিমাত। সারাদেশের মতো এ ক্যাম্পাসে ফলাফল প্রকাশের পর খোশমোশ আবহাওয়া বিরাজ করতে দেখা গেছে। একই সাথে খুশির জোয়ার ও বাধভাঙ্গা উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে পড়েছে লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ মহাবিদ্যালয়ের তালিকায় থাকা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ নামীয় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় জানা যায়, এ প্রতিষ্ঠান থেকে চলতি ২০২৪ সেশনের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করা প্রায় ৩৯০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন শিক্ষার্থী। জিপিএ-৫ এ বিজ্ঞান বিভাগ রয়েছে এগিয়ে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির পাসের হার শতকরা ৯৬ দশমিক ৪১ শতাংশ।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর বলেন, আমি পরিশ্রম করেছি। আমরা তিনটি বিভাগ হতে ৭৯ জন জিপিএ-৫ পেয়েছি। শিক্ষকরা কষ্ট করেছেন, কষ্ট সার্থক হয়েছে।
রুবিনা আক্তার নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত।
উত্তীর্ণ অপর এক শিক্ষার্থীর বাবা সফিকুল ইসলাম বলেন, আমার ছেলে জিপিএ পাঁচ পায়নি। তবে সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।সে যেন বড় হয়ে সততার সাথে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে। তিনি আরও বলেন, সারাদেশে এবার পাসের হারের অনেকটা ভরাডুবিতেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। ঈর্ষণীয় এ ফলাফলে একজন অভিভাবক হিসেবে আমি আনন্দিত অনুভব করছি।
কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগটির সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, সম্মিলিত পরিশ্রম ও চেষ্টায় অর্জিত হয়েছে আমাদের সফলতা। আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল আমিন বলেন, আমাদের পাশের হার প্রায় ৯৬.৪১ শতাংশ। জিপিএ পাঁচের সংখ্যা ৭৯টি। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আমরা শুরু থেকেই তৎপর ছিলাম। আমাদের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় আজকের এই অর্জন। শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।
মোরশেদ আলম নামে এক অভিভাবক বলেন, গতবারের তুলনায় এবার প্রতিষ্ঠানটিতে জিপিএ পাঁচের পরিমাণ কম। এতো অকৃতকার্য আশা করিনি। আমরা এই প্রতিষ্ঠান থেকে নিকট ভবিষ্যতে আরো ভালো ফলাফল আশা করি।
প্রতিষ্ঠানটির শিক্ষক সাইফুল ইসলাম কলেজের বরাতে জানান, অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৪ জন। মানবিক থেকে ২২,ব্যবসায় শিক্ষায় ১১ ও বিজ্ঞান বিভাগে ৪৬ জন শিক্ষার্থী জিপিএ পাঁচ অর্জন করেছে। কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা সর্বমোট ৩৭৬ জন।
অ.দৈ. /কাশেম/ জিহাদ