সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী।
আজ শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে তিনি উপজেলার উলাইল ইউনিয়নের রতন কর্মকারের বাড়ি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, স্বর্গীয় ধীরেন্দ্র নাথ কর্মকারের বাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির ও মহাদেবপুর ইউনিয়নের সার্বজনীন বনদূর্গা মন্দির পরিদর্শন করেন । এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা প্রশাসনের পক্ষ হতে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ।
পরিদর্শনকালে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন, উলাইল ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: শাহজাহান ও পূজা কমিটির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আ. দৈ. /কাশেম/ সুমন