বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন ঘটনা,গত ২১ জুলাই (সোমবার) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে হঠাৎ রাজধানীর উত্তরায় দিয়াবাড়ী এলাকায় ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে’ একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহুর্তের মধ্যে বিকট শব্দে ওই স্কুল ভবনসহ আশপাশে আগুন জ্বলে উঠে। ওই স্কুলভবনে ছোট ছোট শিক্ষার্থীরা ছিল। এই মর্মান্তিক ঘটনায় ইতোমধ্যে ৩১ জন নিহত, দগ্ধ ৭ লাশ এখনো শনাক্ত হয়নি, আহত হয়েছেন অন্তত ১৭০ জনের মতো।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, সিএমএইচ এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওইদিন অনেকের পোড়া লাশ ধ্বংস স্তূপের পড়ে ছিল। একজন শিক্ষিকা ছোট ছোট বাচ্চাদের উদ্ধার করতে গিয়ে মারা যান। প্রশিক্ষণরত ওই যুদ্ধ বিমানের পাইলটও মারা যান। নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার জন্য সরকার সব ধরনের চেষ্টা করছেন। চিকিৎসাধীন আরো ৮ জনের অবস্থার অবনতি বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে’ স্কুল ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা, নিহতদেরকে শহীদের মর্যাদা প্রদান এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোওয়া ও মোনাজাতের আয়োজন করেছেন ঢাকা উত্তার সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। একই সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) ডিএনসিসির নগর ভবন মসজিদের বাদ জোহর হতাহতদের কল্যানার্থে আয়োজিত বিশেষ দোওয়া ও মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন,ডিএনসিসি জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি কাজী আলমগীর,সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা।
আ. দৈ./কাশেম