গাইবান্ধার ফুলছড়িতে চাঁদা না দেওয়ায় ছাত্রদলের নেতা কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গত শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ফুলছড়ি উপজেলার কালির বাজারে বটতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলাকারী আনারুল ইসলাম উদাখালি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার হামলায় আহত উদাখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহুল ইসলাম বর্তমানে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাহুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর তিনি (আনারুল ইসলাম) বেপরোয়া হয়ে আমাদের এক ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে তার বাবার কাছ থেকে চাঁদারটাকা নিতে আসতেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পুনরায় চাঁদারটাকা নিতে আসলে আমরা তা দিতে অস্বীকৃতি জানিয়ে বাধা দেই। এতে তিনি (আনারুল) ক্ষুব্ধ হয়ে আমাকে কালির বাজারে বটতলা মোড়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ছাত্রদলের নেতা রাহুল।
এদিকে হামলার বিষয়ে অভিযুক্ত আনারুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি অস্বীকৃতি জানান।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজামান বসুনিয়া বলেন, বটতলা এলাকায় এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।