ছবিতে- কামরুজ্জামান সোহাগ ,শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ ও মন্দির কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করছেন
গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ বলেছেন, এ দেশের মানুষ কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশের মানুষ। এটাই সবচেয়ে বড় সত্য। আমাদেরকে একে অপরের কাছে সহানুভূতি নিয়ে এগিয়ে যেতে হবে। কাজ করে যেতে হবে দেশের জন্য।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ শনিবার (১২ অক্টোবর) গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৭০ টি পূজা মন্ডপ, মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
নেতার নির্দেশ মতো আমাদেরকে সৌহার্দ্য বজায় রেখে, সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকাল থেকে বিভিন্ন মন্দির পরিদর্শন শুরু করে দিনব্যাপী চলে। এসময় তিনি পূজা আয়োজকদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা দেন। এতে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, সাঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মামুন কাদির সুমন, থাকাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আ. দৈ. /কাশেম/মিজান