রাজধানীর উত্তরায় ১৭ নং সেক্টরে হিন্দুধর্মালম্বীদের 'সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি উদোগে নির্মিত পূজামন্ডপটি সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন অন্তর্বতীনকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নেতৃত্বে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা জেলা প্রশাসন কর্তৃক শুক্রবার (১১ অক্টোবর) আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন অন্তর্বতীনকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল ইসলাম, ডিএনসিসির অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো.ইকবাল করিম, পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ আবু ইউনুস এবং আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সকলেই নির্বিঘ্নে, নিরাপদে ও পরিচ্ছন্ন পরিবেশে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনী, ডিএনসিসি, জেলা প্রশাসনসহ সকলের সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেছেন অতিথিবৃন্দ। রাজধানীর উত্তরা সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ অতিথি ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মাচারীও প্রশাসনের সহযোগতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আ. দৈ. /কাশেম