ছাত্র জনতার আন্দোলনের টানা ১৫ বছরের অপশাসন ও নির্যাতনকারী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গত ৫ আগষ্ট। এরপর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ।
সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার কথাটি উল্লেখ করে এদেশের দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, এমনকি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবংপ্রায় ১৮ কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে শেখ হাসিনার সরকার, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। সূত্র : বিবিসি বাংলা।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দেয়া হয়। সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক সাক্ষাৎকারের পর তার বক্তব্যের সূত্র ধরে ‘রিসেট বাটন’ শব্দবন্ধটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।বিষয়টি ফেসবুক সার্চের ক্ষেত্রে ‘পপুলার নাও’ ক্যাটাগরিতেও চলে আসে।
বিবৃতিতে বলা হয়েছে, কিছু মানুষ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে।বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘তিনি কখনোই বাংলাদেশের গর্বিত ইতিহাস মুছে ফেলার কথা বলেননি। এখানে উল্লেখ্য যে, কেউ যখন কোনো ডিভাইসে রিসেট বোতাম চাপেন, তখন তিনি নতুন করে ডিভাইসটি চালু করতে সফটওয়্যার সেট করেন। এতে হার্ডওয়্যার পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।’
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালে অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন।বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই তিনি বাংলাদেশ সিটিজেনস কমিটি গঠন করেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দিতে মার্কিন সরকারকে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন।
পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশে সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য তিনি বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
আ. দৈ. /কাশেম