যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ ও ‘এসপ্রেসো’ দুনিয়াজুড়ে জনপ্রিয়তা পেয়েছে।
আগস্টে মুক্তির অপেক্ষায় থাকা ‘শর্ট অ্যান্ড সুইট’ অ্যালবামের দুই গানে শ্রোতাদের হৃদয়ে রীতিমতো আলোড়ন তুলেছেন ২৫ বছর বয়সী তারকা।
একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই গায়িকা। এবার ইউকে চার্টের রেকর্ডও ভাঙলেন তিনি। খবর বিবিসির।
প্রথম কোনো নারী সংগীতশিল্পী হিসেবে টানা তিন সপ্তাহ ইউকে চার্টের প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থানের রেকর্ড গড়েছেন তিনি।
৬ জুন প্রকাশিত ‘প্লিজ প্লিজ প্লিজ’ গানটা ইউকে তালিকার শীর্ষে রয়েছে; ১১ এপ্রিল প্রকাশিত ‘এসপ্রেসো’ গানটি দ্বিতীয় স্থানে রয়েছে।
নারী সংগীতশিল্পীদের মধ্যে একই সঙ্গে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে ওঠার নজির গড়েছিলেন ম্যাডোনা ও আরিয়ানা গ্র্যান্ডে। ম্যাডোনা ও আরিয়ানা গ্র্যান্ডেকে ছাড়িয়ে গেছেন সাবরিনা কার্পেন্টার। তিনিই প্রথম নারী সংগীতশিল্পী, যিনি টানা তিন সপ্তাহ তালিকার শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এর আগে ষাটের দশকে এমন কীর্তি গড়েছিল বিটলস। এর আগে ২০১৫ সালে জাস্টিন বিবারের দুটি গান চার সপ্তাহ ধরে তালিকার শীর্ষে ও দ্বিতীয় অবস্থানে ছিল।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com