অবশেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন প্রতিটি আঞ্চলিক কার্যালয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম আগে ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলদের কার্যালয় থেকে পরিচালিত হতো।
তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকারের পতনের পর ডিএনসিসি ও ডিএসসিসি সহ সব সিটি কর্পোরেশনে নাগরিক সনদ প্রদান সহ, জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকে। ফলে জনগণের ভোগান্তি অনেক বেড়ে যায়।
কারণ ইতোমধ্যে অন্তর্বতীকালীন সরকার নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলদেরকে সব ধরনের নাগরিক সেবা প্রদান সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলদের দায়িত্ব বর্তমান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পরিচালনার নির্দেশনাও প্রদান করা হয়। কিন্তু সরকারের ওই নির্দেশনা বাস্তবায়নের পরও কার্যক্রম বন্ধা থাকে।
এর মূল কারণ হলো, আগে থেকেই নাগরিক সেবা চলছে ডিজিটাল (অনলাইনে) পদ্দতিতে। আর এই কার্যক্রমে প্রয়োজন নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড। এতোদিন জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম পরিচলনার জন্য ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ছিল না।
এদিকে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সকল নিবন্ধক এবং সহকারী নিবন্ধককে নির্ধারিত আইডি / পাসওয়ার্ড প্রদান করা হয়েছে। ফলে আজ মঙ্গলবার থেকেই ডিএনসিসির প্রতিটি অঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যক্রম পুনরায় শুরু হবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
আ. দৈনিক/ কাশেম