ছাত্র-জনতার আত্মত্যাগ মানুষ কখনো ভুলবে না। তাদের কারনেই আমরা একটি নতুন দেশ পেয়েছি। এদশের মানুষের মাথার উপর থেকে কালো জগদ্দল পাথর নেমে গেছে। নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে। সবকিছুর উর্দ্ধে দেশের জন্য ভাবতে হবে।
গত শুক্রবার (০৪ অক্টোবর) গাইবান্ধার সাঘাটায় শহীদ আবু সাইদ ও শহীদ সাজ্জাদ হোসেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ এসব কথা বলেন। তিনি বলেন, দির্ঘ ১৬ টি বছর আমরা কথা বলতে পারি নাই। রাজনীতির কর্দমাক্ত পিচ্ছিল পথে কষ্টে হাটতে হয়েছে বিএনপিকে।
শত কন্ঠরোধ আর বাঁধাকে উপেক্ষা করে মানুষের ভালোবাসা নিয়ে বিএনপি সামনে এগিয়ে গেছে। মানুষের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। এ অর্জনকে নস্মাৎ করতে হায়নারা বিদেশে বসেও তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দলের নেতাকর্মিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল দিক নির্দেশনা সঠিক ভাবে বাস্তবায়নের আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের সকলকে সজাক থাকতে হবে।
নিজেদের ঐক্যবদ্ধ রেখে জণকল্যানে কাজ করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মদানকারী রংপুরের শহীদ আবু সাঈদ ও সাঘাটার শহীদ সাজ্জাদ হোসেন সহ সকল শহীদদের স্বরণে গত শুক্রবার উপজেলার বাদিনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রদের আয়োজনে ফুচবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, ফুয়াদ হাসান পপুল, হাসান কবির প্রমুখ। ফাইনাল খেলায় স্থানীয় ইয়ং স্টার কাবকে ৪-০ গোলে হারিয়ে বগুড়ার এসকে আইটি কাব বিজয়ী হয়।
আ. দৈনিক / কাশেম / মিজানুর