ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ সেশনের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরামের ‘ডাফ ফ্যামিলি নাইট ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ওই ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তন। এ সময় সতীর্থরা পরস্পর কুশল বিনিময় করে। পুরোনো দিনের স্মৃতিচারণ করে ফিরে যায় তাদের জীবনের প্রিয় ক্যাম্পাসের সেই মধুর দিনগুলোতে।
প্রায় ৫০০ অ্যালামনাই তাদের পরিবারসহ হাজারের বেশি সদস্য এই মিলনমেলায় অংশ নেয়। মিলনমেলায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষক, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, করপোরেট কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকারসহ নানা পেশার সম্মিলন ঘটে। আড্ডা, স্মৃতিচারণ, মিরাক্কেলের সজলের উপস্থাপনায় ক্লোজআপওয়ান সংগীত তারকা বর্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিপুর সংগীতসন্ধ্যা ও আকর্ষণীয় র্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আ. দৈনিক / কাশেম /শাহীন