নোয়াখালীর সোনাইমুড়ীতে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে সোনাইমুড়ী হামিদীয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা
মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল।ফেডারেশনের উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ বাকেরের সভাপতিত্বে ফেডারেশনের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ ও সহ সভাপতি শেখ আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশনের নোয়াখালী জেলার উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ, ফেডারেশনের জেলা সভাপতি শেখ সাহাব উদ্দিন, উপজেলার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, ঢাকা গোপিবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাশেম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষকবৃন্দ।
আ. দৈনিক / কাশেম /টি এ সেলিম