শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
দুই দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
ডেস্ক রিপোর্ট
Publish: Saturday, 5 October, 2024, 4:59 PM  (ভিজিট : 89)

টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শহর ও ফতুল্লার বিভিন্ন এলাকাগুলোতে । এসব এলাকার বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাগুলো হাটু সমান পানির নিচে তলিয়ে আছে। গত দুই দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে কেউ কেউ আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছে।

বাসা-বাড়িতে প্রবেশ করেছে ময়লা-দুর্গন্ধযুক্ত পানি। এ সকল তলিয়ে থাকা রাস্তায় রিকশার পরিবর্তে চলছে ভ্যানগাড়ি, কোথাও কোথাও নৌকা চলতে শুরু করেছে। স্বাভাবিক কর্মকাণ্ডে গতি হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ।

সরেজমিনে ফতুল্লা-কুতুবপুরের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির পানি চলাচলের রাস্তা ছাপিয়ে বাড়ির আঙিনা ও মানুষের বসতঘরে প্রবেশ করেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি জমে আছে। চলাচলের সড়কে রিকশার বদলে চলছে ভ্যান ও নৌকা। অনেকে আবার বৃষ্টির পানি মারিয়ে জীবিকার টানে ছুটে যাচ্ছেন কর্মস্থলে। টানা বৃষ্টিতে বসতঘরে পানি প্রবেশ করার নিরাপদে আশ্রয় নিচ্ছেন অনেক বাসিন্দা।

এদিকে, ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় সড়কে রিকশার পরিবর্তে ভ্যান ও নৌকা চলতে দেখা গেছে। এই সড়কের দুই পাশে কয়েক লাখ মানুষের বসবাস। পানির সাথে যুদ্ধ করে টিকে আছে এসব এলাকার মানুষ। মানুষের বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। শুধু এই এলাকায়ই নয়, পাশের ইসদাইর, গাবতলী, তাগারপার, আজমেরীবাগ, সস্তাপুর, লালখা, রামারবাগ, কোতালেরবাগ, সস্তাপুর এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়াও কুতুবপুরের দৌলতপুর, আদর্শনগর ও মুন্সীবাগ এলাকার বসতবাড়িতে পানি প্রবেশ করেছে।

এসব এলাকার মানুষ কয়েক দিন ধরে পানিবন্দী জীবনযাপন করছে। বাড়ির আঙিনা, রান্নাঘর ও বাথরুম পানির নিচে তলিয়ে আছে। এখানেই শেষ নয়, এসব এলাকার অনেক বাসিন্দা এই ভোগান্তি থেকে রেহাই পেতে নিজ বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। অনেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কৃত্রিম জলাবদ্ধতার ফলে প্রভাব পড়েছে এলাকার স্বাভাবিক কর্মকাণ্ডেও।

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের প্রায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইউনিয়নের শহীদ নগর, দৌলতপুর, মুন্সিবাগ, আদর্শ নগর, নূরবাগ, পিলকুনী, তক্কার মাঠসহ আশপাশের প্রায় বেশ কয়েকটি গ্রাম টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা ঘরবন্দী জীবনযাপন করেন।

কুতুবপুর ইউনিয়ন সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। ড্রেন ব্যবস্থা না থাকার কারণে অল্প সময়ে তলিয়ে যায় বেশিরভাগ রাস্তাঘাট। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানায়, দ্রুত সময়ের মধ্যে বৃষ্টির পানি বেরিয়ে যেতে নানা প্রতিবন্ধকতা থাকায় বছরের বেশিরভাগ সময় এসব এলাকার কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা থাকে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে এলাকাজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে।

আ. দৈ. /কাশেম 
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের
বিদায়ী সরকারের টিসিবির ৩৭ লাখ ফ্যামিলি কার্ডই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
আগামী বাজেট হতে পারে আট লাখ কোটি টাকার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নাগরিকদের মাঝে সংঘর্ষ; ককটেল বিস্ফোরণ, আহত ১
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
চায়না পোশাকে সয়লাব দেশ
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝