রাষ্ট্রীয় কোন ক্ষমতার জন্য, ব্যক্তিস্বার্থের জন্য আমরা আমাদের নীতি আদর্শকে বিলীন করি নাই, কখনো করবো না। দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির নোয়াখালী জেলা কমিটির আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারের আমলে মানুষ ঘরে থাকলে গুম আর রাস্তায় নেমে খুন হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে পাখির মতো মেধাবী ছাত্রদের পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে, কোলের ভেতর মায়ের সন্তানকে গুলিবিদ্ধ করা হয়েছে। ৫ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।
ইসলামী সকল দলকে ঔক্যবদ্ধ হবার আহবান জানিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে ইসলামের পক্ষে ঔক্যবদ্ধ হবার। সবাই মিলে একযোগে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হবে।
বাংলাদেশের শান্তি বিনষ্টে নাস্তিকরা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভোমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। নাস্তিক্যবাদিদের ঔক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেজ মাওলানা নাজীর আহমদের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পারিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র অন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী প্রমুখ।
আ. দৈ. /কাশেম / সাদ্দাম