ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, বছরের পর বছর আয়না ঘর রাজনৈতিক নেতাদের বন্দি রাখা, গুম- হত্যা, এবং মিথ্যে মামলায় কারাগারে আটকে রাখার প্রতিবাদে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গত বছর রাজধানীসহ সারাদেশে গণআন্দোলন গড়ে তোলেন। অবশেষে গত বছর জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একই সাথে তাদের মন্ত্রী, এমপি, নেতা এমনকি বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালায়।
বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার সরকারের পতন এবং সদলবলে পালানো নজিরবিহীন ঘটনা। ছাত্র জনতার আন্দোলনের ফসল ওই বিজয়কে সম্মান জানিয়ে প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে ‘বিজয় র্যালি’ বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। র্যালিটি নাইটেঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বিজয় র্যালি কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। র্যালিতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ।
র্যালিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেটের নেতৃত্বে কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।
এছাড়াও আজকের কর্মসূচিতে, আরো অংশ নিয়েছেন,ঢাকা মহানগরের বিভিন্ন থানা ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন অনেকে। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছে।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে-তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
আ. দৈ./কাশেম