আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
সোমবার (৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ অথবা তার আগে জন্মগ্রহণকারী নিবন্ধিত নাগরিকদের সম্পূরক ভোটার তালিকা এবং মৃত ভোটারদের কর্তনের তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট।
প্রকাশিত খসড়া তালিকা সংশোধনের জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ২১ আগস্টের মধ্যে যে কেউ তার নিজের বা অন্যের নাম অন্তর্ভুক্তি, কর্তন, সংশোধন বা স্থানান্তরের আবেদন করতে পারবেন। এই সময়ের মধ্যে মৃত বা অযোগ্য ব্যক্তির নাম অপসারণেরও সুযোগ রাখা হয়েছে।
এরপর যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট সম্পূরকসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।এর আগে ইসির অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ বলেছিলেন, “আগামী ১০ আগস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।”
নতুন ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।