সোমবার, ১১ আগস্ট ২০২৫,
২৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ১১ আগস্ট ২০২৫
জাতীয়
জুলাই বিপ্লবে রাজধানী সহ সারাদেশে উর্দুভাসী বিহারিরা রাজপথে সক্রিয় ছিলেন
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 3 August, 2025, 8:40 PM  (ভিজিট : 189)

২০২৪ এর মধ্য জুলাই হতে রাজপথে রাজধানী ঢাকা সহ সারাদেশে উর্দুভাষী বিহারী মুসলমানগন আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। 

দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, ঈশ্বরদী, খুলনা, মোমেনশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় উর্দুভাষী মুসলমানগণ ছাত্রদের আন্দোলনে তাদের অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে। তারা গ্রেফতার হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত-পা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রাজপথ ছাড়েননি। অবহেলিত ক্যাম্পবাসী বিহারীগণ রাজধানীর মিরপুর-১০ ও মোহাম্মদপুরের আসাদগেটে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। 

অনুসন্ধানে জানা যায় যে, মিরপুর-১০ এলাকায় বিহারীদের ব্যাপক সরকার বিরোধী অবস্থানের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমকি দিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য নেট জুনিয় ভাইরাল হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও যাত্রাবাড়ীর পরেই মিরপুর-১০ গোল চত্বর এলাকায় ফ্যাসিস্ট লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনীকে তাড়া করেছে ক্যামপবাসি বিহারীগন। মিরপুর-১২ এর কালশি হতে ক্যান্টনমেন্ট থানাধিন ইসিবি চত্বর পর্যন্ত ছাত্রদের সাথে সড়ক দখল করে রেখেছিলেন উর্দুভাষী জনগোষ্ঠী। সরকারের বিভিন্ন বাহিনী কর্তৃক ছাত্র তরুণদের নির্মমভাবে হত্যায় বিচলিত ছিলেন উর্দুভাষীরা। 

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ব্যবসা-বাণিজ্য অনেকটাই বিহারী জনগোষ্ঠী নিয়ন্ত্রণ করেন। জুলাই আন্দোলনে সেই সৈয়দপুরে ৫ জন পুলিশ আক্রমণের শিকার হয়েছেন। সৈয়দপুর শহর শান্তিপূর্ণ শহর হিসেবেই বিবেচিত। সেখানে পুলিশ গুরুতর আহত হওয়ার ঘটনায় পুরো উত্তরাঞ্চলে ফ্যাসিস্ট লীগ সরকারের পায়ের নিচের মাটি সরে যায়। 

বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদ (বিবিআরএ) ব্যতিরেকে সকল বিহারী সংগঠনই আওয়ামী লীগের দালালিসহ নৌকার পোস্টার ছাপিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগ করেছে। রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের কথিত বিহারী নেতা শওকত মাস্টার, হারুন, মোস্তাক, ফাক্কু, বাবলু, মুরগি মোক্তার, জুয়াড়ি শাকিল লীগ শাসনামলে প্রকাশ্যে আওয়ামী লীগ  করেছে। এরা মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে। আগস্টের শেষ দিনগুলোতে কথিত বিহারী নেতা মোস্তাক, ফাক্কু,  বাবলুর নেতৃত্বে একদল চাঁদাবাজ বিহারী মিরপুর ১০ গোল চত্তরে আন্দোলন ঠেকাতে ছাত্র-জনতার বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়ে রাজপথে নেমেছিল। এদের নেতৃত্ব দিচ্ছিলেন পতিত আওয়ামী লীগের নিখিল, কচি  ইলিয়াস মোল্লাহ।  লীগের সহযোগী  বিহারীদের বিরুদ্ধে একাধিক ছাত্র হত্যার মামলা থাকা সত্ত্বেও পুলিশের দালালি করার কারণে কেউ গ্রেফতার হচ্ছে না বলে জানিয়েছেন ক্যাম্পবাসিগণ। 

মিরপুরের সেনপাড়াস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ে লীগ কর্মীদের মাঝে অস্ত্র  বিতরণের সংবাদ পেয়ে ৩ আগস্ট রাতেই জুট পটি্ ও বেনারসি শাড়ি মার্কেট এলাকায় থমথমে পরিবেশে প্রতিবাদী অনুসারীদের নিয়ে মিছিল করেন ন্যাপ বাংলাদেশের মহাসচিব ও বিবিআরএ এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। পল্লবী থানার ওসি অপূর্ব হাসানের নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ তাকে তার নিজ বাসা হতে ৩ আগস্ট রাতেই গ্রেফতার করে। গ্রেফতারের সময় পুলিশ তার বাসার ও প্রতিবেশীদের সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশে নেয়াজ আহমদ খান অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীদের সাথে ৭ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার হতে মুক্তি পান। 

এই প্রতিবেদক কে জনাব নেয়াজ আহমাদ খান দুঃখ করে বলেছেন যে, সরকার বিহারীদের অবদানকে মূল্যায়ন করছে না। বিহারীদের  পূণর্বাসনের জন্য গত ১৮.১০.২০২৪ তারিখে শাহাবাগ মিছিল ও সমাবেশ করে সরকারের নিকট দাবি জানালেও অদ্যাবধি প্রফেসর ইউনূসের সরকার বিহারীদের পূণর্বাসনের  ব্যাপারে কোন মুখ খুলেনি। সরকারের আচরনে ক্যাম্পবাসিগন ব্যথিত ও হতাশ। 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিহারীদের অংশগ্রহণকে গণভবনের জাদুঘরে স্থান দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সৈয়দপুরের উর্দুভাষী বাসিন্দা সাহিদ হোসেন চিশতী, চট্টগ্রাম সেগুনবাগান বিহারী ক্যাম্পের আমানত হোসেন লাহোরী  ও  রাজধানীর জেনেভা ক্যাম্পের বাসিন্দা আনোয়ার রেজা। 

বিহারী পুনর্বাসন সমস্যা গত ৫৪ বছর যাবত উপেক্ষিত থাকায় এই সরকারের আমলে মহামান্য হাইকোর্ট হতে বিয়েইদের কেন পুনর্বাসন করা হবে না মর্মে ২টি রুল ইস্যু হলেও সরকারের নীরবতা বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন মিরপুর-১০ এর মুসলিম ক্যাম্পের বাসিন্দা বিবিআরএ এর কেন্দ্রীয় সভাপতি  বিহারী নেতা কাওসার পারভেজ ভূলু।

আ.দৈ/আরএস

   বিষয়:  জুলাই   বিপ্লবে   রাজধানী সহ   সারাদেশে   উর্দুভাসী   বিহারিরা   রাজপথে   সক্রিয়   ছিলেন  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সরকারি চাকুরিজীবীদের কাজে ফাঁকি দেয়ার সযোগ নেই: দুদক চেয়ারম্যান
জাতিসংঘ মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের আল্টিমেটাম
সেই আনিসার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই
হারুন-বিপ্লবসহ পলাতক ৪০ পুলিশের পদক প্রত্যাহার
‘নাটক কম করো পিও’, তিশার উদ্দেশে বললেন শাওন
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

আটলা গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে রিয়া মনি, ভিডিও ফাঁস করলেন হিরো আলম
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝