রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে যায়।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ সামনের দিকে ভেঙে যায়। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া জানান, “একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে সজোরে ধাক্কা মারে। এতে সামান্য একজন আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী তুলতে গিয়ে বিআরটিসির দুটি দোতলা বাস পাশাপাশি চলছিল। প্রতিযোগিতার সময় একটি বাসের দোতালার ছাদ এক্সপ্রেসওয়ের নিচের পিলারে আঘাত করে। এতে দোতালার সামনের অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী সুজন বণিক বলেন, “বাস দুটো যাত্রী তুলতে প্রতিযোগিতা করছিল। ডান পাশে থাকা বাসটি অসাবধানতাবশত এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা খায়। ভাগ্য ভালো, দোতলায় যাত্রী কম ছিল। অনেককে জানালা দিয়ে লাফিয়ে নামতে দেখা গেছে।”
ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় বাসটি র্যাম্পের নিচে ঢুকে আছে এবং যাত্রীরা আতঙ্কিতভাবে বাস থেকে বের হয়ে আসছেন।