রবিবার, ২৭ জুলাই ২০২৫,
১২ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ জুলাই ২০২৫
ব্যাংক-বীমা
প্রাইম ব্যাংকের উদ্যোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Sunday, 27 July, 2025, 4:11 PM  (ভিজিট : 13)

তরুণদের ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে ২৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেমিনারের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গঠনের সম্ভাবনার দ্বার উন্মোচন করা।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যাংকিং খাত সম্পর্কে সচেতনতা তৈরি, আর্থিক অন্তর্ভুক্তির ধারণা তুলে ধরা এবং ব্যাংকিং ও ফিন্যান্স খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া। এ ছাড়া, কর্মসংস্থানের জন‍্য বা উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতা অর্জনের গুরুত্বসহ ভবিষ্যতের প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করেছে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কনজ্যুমার ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান এম. নাজিম এ. চৌধুরী। তার মূল বক্তব্যে তিনি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ডিজিটাল জ্ঞান, ভাষার দক্ষতা, যোগাযোগ ও উপস্থাপন দক্ষতা অর্জনের ওপর জোর দেন।

তিনি বলেন, “এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া। জনসমক্ষে কথা বলার অভ্যাস গড়ে তোলা এবং নিজের ভাবনা প্রকাশে দক্ষতা অর্জন তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলবে।”

সেমিনারে আরও বক্তব্য রাখেন শায়লা আবেদীন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লাইয়াবিলিটি, এবং এম এম মাহবুব হাসান, হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং। তারা ইয়ুথদের উন্নয়ন এবং আর্থিক সাক্ষরতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং তুলে ধরেন কিভাবে প্রাইম ব্যাংক দেশের তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে এবং আর্থিক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য “Prime Youth Account” নামে একটি শিক্ষার্থী-বান্ধব ব্যাংকিং পণ্যের পরিচিতি দেওয়া হয়, যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের প্রারম্ভিক আর্থিক দায়িত্ববোধ গড়ে তোলা। এতে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলার সুযোগ পান এবং আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা নিজেরা প্রত্যক্ষভাবে উপভোগ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো. সাজেদুল করিম, প্রো-ভাইস চ্যান্সেলর, এবং প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা। তাদের উপস্থিতি শিল্প ও একাডেমিয়ার সমন্বয়ের গুরুত্বকে দৃঢ়ভাবে প্রতিফলিত করে।

 
সমাপনী বক্তব্যে প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইয়ুথসম্পৃক্ততা, আর্থিক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রাইম ব্যাংক ও সাস্ট ভবিষ্যতে যৌথভাবে আরও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে, যাতে দেশের তরুণ প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও সম্ভাবনার মাধ্যমে গড়ে তোলা সম্ভব হয়- একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে।


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের নামে মানহানির মামলা বাতিলের রায়, আপিল বিভাগেও বহাল
এনসিপির পদযাত্রায় আ.লীগের লোকজন, বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ
একনেকে অনুমোদন পায়নি ‘জুলাই শহীদদের আবাসন প্রকল্প’
খোঁজ নিলে বুঝবেন, চাঁদাবাজদের শেকড় অনেক গভীরে: উমামা ফাতেমা
এক প্রেমিকাকে ঘিরে দুই তরুণের মারামারি
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে : দেবপ্রিয় ভট্টাচার্য
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খাইরুল
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাওয়া তরুণ কারাগারে
মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝