রবিবার, ২৭ জুলাই ২০২৫,
১২ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ জুলাই ২০২৫
আইন-আদালত
ড. ইউনূসের নামে মানহানির মামলা বাতিলের রায়, আপিল বিভাগেও বহাল
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 27 July, 2025, 6:35 PM  (ভিজিট : 19)

শান্তিতে নোবেল বিজয়ী ,বিশিষ্ট অর্থনীতিবিদ ও বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ২০০৭ সালে ১৭ জানুয়ারি বিদেশি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারের বক্তব্যের প্রতিবাদে তার বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে জাসদের পক্ষ থেকে একটি মানহানির মামলাি দায়ের করা হয়।  হাইকোর্ট গত বছর ২৪ অক্টোবর ওই মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।

 আজ হাইকোর্টের দেওয়া বাতিলের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলেও আগের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করেছেন।

আজ  রোববার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক রুশদ হক (অনিক আর)। অপরদিকে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন।

জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারির দেওয়া বক্তব্যেকে কেন্দ্র ওই বছরেরই (২০০৭ সাল) ২১ জানুয়ারি তৎকালীন  গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে মানহানির এই মামলাটি করেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু। পরে ২০১০ সালের ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ ওই মামলায় অধ্যাপক ইউনূসের ড. ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেন। মামলা দায়েরের ৪ বছর পর ওই আদালতে হাজির হয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূ মুচলেকা দিয়ে জামিন নেন। এরপর মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট গত বছরের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।

এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। ওইদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২৭ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ রোববার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। 

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) তৌফিক হোসেন। পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

আ. দৈ. /কাশেম


আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি
যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগেই বিমানে ধোঁয়া, নামিয়ে আনা হল যাত্রীদের
চিত্রনায়ক জসীমের ছেলে সঙ্গীতশিল্পী রাতুল মারা গেছেন
আদালতে ‘চাঁদাবাজ’ ‘চাঁদাবাজ’ স্লোগানে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা
২০২৫ সালের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
মাইলস্টোন ট্র্যাজেডি : নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাওয়া তরুণ কারাগারে
মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা
৫ আগস্টের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় করা হবে: নাহিদ
আইন-আদালত- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝