লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি ছাড়া জেলা পরিষদের একটি শতবর্ষীয় গাছের ৯৫ ভাগ কাটে ফেললো রায়পুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল ইয়াছিন এর বাবা সামছুল আলম।
উপজেলার নতুন বাজার এলাকার শহিদ মিনারের পাশে সামছুল আলমের বাসভবনের সামনের এ গাছটি ৩০ হাজার টাকায় কেটে দেওয়ার চুক্তি নেন গাছিরা। ২৮ সেপ্টেম্বর গাছটির ৯৫ ভাগ কাটে ফেলা হয়। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপকভাবে আলোচন সমালোচনা সৃষ্টি হয়েছ ।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে সামছুল আলম বলেন,গাছটি ঝুঁকিপূর্ণ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছে । এবিষয়ে বিস্তারিত জানতে উনার সাথে যোগাযোগ করুন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, বৈদ্যুতিক তারের জন্যে গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েকটি ডালপালা কাটার অনুমতি দিয়েছি সম্পুর্ন গাছ কাটার কোনো অনুমতি নেই।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, এ বিষয়ে অবগত নই, যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
আ. দৈ. /কাশেম/জিহাদ