বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
জাতীয়
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলন
জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ ও মাসে ২০ হাজার ভাতা পাবে
নিজস্ব প্রতিবেদক
Publish: Tuesday, 22 July, 2025, 7:07 PM  (ভিজিট : 139)

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাইযোদ্ধা’ নামে স্বীকৃতি দিয়েছে সরকার। শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা এবং মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন।

আজ মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভুত্থ্যানের জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এরই মধ্যে জুলাইয়ের ৮৪৪ জন জুলাই শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সব শহীদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা করে অনুদান পাবে।

এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে উত্তরাধীকার আইন অনুসারে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রতি শহীদ পরিবারের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে দেওয়া হচ্ছে।

অবশিষ্ট ৭২ শহীদ পরিবারের মধ্যে পরিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।ফারুক ই আজম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত ৭৫ জন জুলাইযোদ্ধাকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বর্তমানে ৪৬ জন জুলাইযোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। আরও ৩২ জন জুলাইযোদ্ধা উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমাণ রয়েছেন। জুলাইযোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এখন পর্যন্ত ৭৮ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা ব্যয় করেছে।

উপদেষ্টা আরও বলেন, বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উপার্জনমুখী কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান রয়েছে।

জুলাইযোদ্ধারা ক্যাটাগরি ‘এ’, ‘বি’ ও ‘সি’ অনুযায়ী সুবিধা পাবেন। ক্যাটাগরি ‘এ’ জুলাই যোদ্ধারা এককালীন নগদ ৫ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ ২ লাখ টাকা করে ৪৯৩ জন জুলাইযোদ্ধাকে মোট ৯ কোটি ৮৬ লাখ টাকা দেওয়া হয়েছে।

অবশিষ্ট ৩ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। ‘বি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ এক লাখ টাকা করে ৯০৮ জনকে মোট ৯ কোটি ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।

অবশিষ্ট ২ লাখ টাকা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এছাড়া ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধারা এক লাখ টাকা অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ টাকা করে ১০ হাজার ৬৪২ জনকে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা এরই মধ্যে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ ২৫৯ কোটি ৬৮ লাখ ৪ হাজার ২১২ টাকা ব্যয় করা হয়েছে।

আ.দৈ/আরএস

   বিষয়:  জুলাই   শহীদ পরিবার   এককালীন   ৩০ লাখ   মাসে   ২০ হাজার   ভাতা   পাবে  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝