বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের জন্য “সাসটেইনেবল ব্যাংক” এর স্বীকৃতি অর্জন করেছে এনসিসি ব্যাংক। এই সম্মাননা উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে কেক কেটে এই অর্জন উদযাপন করেন।
সোমবার (২১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মনিরুল আলম এবং হেড অব সাসটেইনেবল ও উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজসহ প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক টেকসই আর্থিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২৪ সালে শীর্ষ ১০টি সাসটেইনেবল ব্যাংকের মধ্যে স্থান পেয়েছে এনসিসি ব্যাংক।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এনসিসি ব্যাংক সবসময় বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পাঁচটি সূচকে ধারাবাহিক সাফল্যের ফলে এই স্বীকৃতি অর্জিত হয়েছে। সূচকগুলো হলো: সবুজ ও টেকসই অর্থায়ন, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম, পরিবেশবান্ধব প্রকল্পে পুনঃঅর্থায়ন, মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সূচক এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি।
২০২৪ সালে এনসিসি ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ, ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশ, সাসটেইনেবল ফাইন্যান্স ৪৯৭ শতাংশ এবং গ্রিন ফাইন্যান্স বেড়েছে ২৭২ শতাংশ । এসএমই খাতে ঋণ বেড়েছে ১১ শতাংশ এবং সিএসআর কার্যক্রমের আওতায় প্রায় ১৫ হাজার প্রান্তিক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, শরীয়াহভিত্তিক “এনসিসি ইসলামিক ব্যাংকিং” ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে “এনসিসি পরমা” অভূতপূর্ব সাড়া পেয়েছে।
ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম “এনসিসি অলওয়েজ” স্মার্ট অ্যাপের মাধ্যমে গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থানে সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যতেও টেকসই অর্থায়নসহ ব্যাংকিং সূচকে আরও উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করবে এনসিসি ব্যাংক।