শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
ব্যাংক-বীমা
টানা তৃতীয়বার ইউরোমানি ‘বেস্ট ব্যাংক’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
অর্থনৈতিক প্রতিবেদক
Publish: Sunday, 20 July, 2025, 4:34 PM  (ভিজিট : 53)

প্রাইম ব্যাংক পিএলসি., ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২৫-এ বাংলাদেশের ‘সেরা ইএসজি ব্যাংক’ (Best Bank for ESG) হিসেবে স্বীকৃতি পেয়েছে। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করল। এই সম্মাননা প্রাইম ব্যাংকের টেকসই উন্নয়ন, নৈতিক ব্যাংকিং ও সুশাসন চর্চার প্রতি অটল প্রতিশ্রুতি ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈশ্বিক ব্যাংকিং খাতের মানদণ্ড নির্ধারণে কাজ করে ইউরোমানি। প্রতি বছর জুলাই মাসে প্রায় ১০০টি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূল্যায়ন করে তারা। ‘বেস্ট ব্যাংক ফল ইএসজি’ পুরস্কার সেইসব প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যারা ব্যাংকিং কার্যক্রমের প্রতি স্তরে পরিবেশগত, সামাজিক ও সুশাসনমূলক (Environmental, Social & Governance - ESG) নীতিমালা সফলভাবে অনুসরণ করে।

টানা তৃতীয়বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনের মাধ্যমে, বাংলাদেশে টেকসই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে প্রাইম ব্যাংক নিজের অবস্থান আরও সুসংহত করল। ইএসজি পারফরমেন্সের ক্ষেত্রে এই ধারাবাহিক সম্মাননা অর্জন প্রাইম ব্যাংকের টেকসই সাফল্য ও ধারাবাহিক অগ্রগতিকে তুলে ধরে।

প্রাইম ব্যাংকে ইএসজি সুশাসন প্রতিষ্ঠার স্বীকৃতি হলো এই সম্মাননা অর্জন, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ নীতিমালা ও জবাবদিহিমূলক ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা পালন করছে। একইসাথে, ব্যাংকটির সবুজ অর্থায়নের মাধ্যমে টেকসই ঋণ, জ্বালানি সরবরাহ প্রকল্প এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক দায়িত্বশীল কর্মসূচি গ্রহণ করা হয়। এসব প্রকল্প কমিউনিটি ডেভেলপমেন্ট, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর্থিক সাক্ষরতায় ভূমিকা রাখে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিইও হাসান ও. রশীদ বলেন, ‘ইউরোমানি কর্তৃক আবারও সেরা ব্যাংকের স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। এই পুরস্কার টেকসই অর্থায়ন, কমিউনিটি ইমপ্যাক্ট এবং সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’ তিনি আরও বলেন, ‘সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে আমাদের সঙ্গে থাকার জন্য নিবেদিতপ্রাণ সহকর্মী, অংশীদার এবং গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’



আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্যে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা
মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝