পটুয়াখালীর বাউফলে প্রায়ত বীরমুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক হাওলাদরের পরিারের কাছে দাবীকৃত ভাতার টাকা না পাওয়ায় গরু নিযে যায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার সঙ্গীরা। ওই ঘটনায় (সোমবার) ৩০ সেপ্টেম্বর ২২৪ সোমবার দুপুরে একটায় সংবাদ সম্মেলন করে তাদের গরুটি ফিরে পাওয়ার দাবী জানিয়েছে অসহায় পরিবারটি।
আ: রব হাওলাদার ও তার স্ত্রী জাহানারা বেগম জানান, চাহিদাকৃত টাকা না দেওয়ায় ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব জোমাদ্দার, জাকির জোমাদ্দার ও মজিবর জোমাদ্দার তাদের আয়ের একমাত্র সম্বল গরুটি নিয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিবাদীগন একলক্ষ টাকা দাবী করেন এবং বলেন তারা বাবা নাকি ভূয়া মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। এতদিন যে টাকা ভোগ করেছি তার থেকে একলক্ষ টাকা এখন দিতে হবে এবং প্রতিমাসে দিতে হবে দশ হাজার টাকা।
এ বিষয়ে সংবাদ সম্মেলন শেষে বাউফল থানায় তিন জনের বিরুদ্ধে বাদী হয়ে আবদুর রব অভিযোগ দিয়েছেন। বাউফল থানার অফিসার ইনচার্জ কালাম হোসেন জানান, এখনও অভিযোগ পাইনি তবে খোঁজ নিয়ে দেখছি।
আ. দৈ. / কাশেম/ নাজিম