দীর্ঘদিন ধরে বেহাল ভাঙাছোরা নোয়াখালী জেলা শহর মাইজদীর হসপিটাল সড়কের দ্রুত সংস্কার, সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি হাসপাতালগুলোকে দালাল মুক্ত করা ও রোগিদের হয়রানি মুক্ত স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হসপিটাল সড়কের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর সামনে শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিক অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি রাশেদ খাঁন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ জেলার সভাপতি ওসমান গনি রুবেল, গণ অধিকার পরিষদের জেলা আহবায়ক তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহিম, যুগ্ম আহবায়ক বিপ্লব চৌধুরী’সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের হসপিটাল সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। যার দুই দীর্ঘ কয়েক বছর ধরে কিছু লোক প্রভাব দেখিয়ে দখল করে ভাড়া দিয়ে রেখেছে। সড়কটির উভয় পাশে ফুটপাত দখল করে প্রায় দুই শতাধিক ছোট বড় দোকান গড়ে উঠেছে। প্রশাসন থেকে কয়েকবার অভিযান চালালেও তাদের সেখান থেকে উচ্ছেদ করা সম্ভব হয়নি, যার ফলে প্রতিনিয়ত এ সড়কটিতে ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে, এতে ভোগান্তিতে পড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিরা।
এছাড়া এ সড়কের দুই পাশে সরকারি-বেসরকারি অনেকগুলো হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার ফলে সড়কটি দিয়ে প্রতিদিনই কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন যাবত সড়কটি চলাচল অনুপযোগী হলেও এ বিষয়ে সংশ্লিষ্টরা কোন উদ্যোগ গ্রহণ করেনি। ভাঙা-ছোরা ও খাদাখন্দে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটে দু-চারটি দূর্ঘটনা। তাই এ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন, রোগি ও তাদের স্বজনদের কথা মাথায় রেখে এটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
পাশাপাশি সড়কের দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের পায়ে হাঁটা-চলার পথ বের করার দাবি জানান তারা। একইসাথে জেলার একমাত্র সরকারি হাসপাতাল’সহ সবগুলো হাসপাতালে দালালের দৌরাত্ম বন্ধ করার দাবি করা হয় মানববন্ধন থেকে।
আ. দৈ. / কাশেম/ সাদ্দাম