নিখোঁজ হওয়ার ৮দিন পর রাজধানী সবুজবাগ থানার বাইকদিয়া এলাকা থেকে আজ বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাটি খুঁড়ে জাকির হোসেন (৫৫) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশ বলেছে, ওই নিখোঁজের ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন আজাহার আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে আজাহারের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী। তিনি জনানন, গতকাল বেলা ১১টার দিকে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাকির পেশায় প্লাস্টিকের বোতলের ব্যবসায়ী ছিলেন।
ওসি ইয়াসিন আলী বলেন, সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একটি বালুর স্তূপে তল্লাশি চালিয়ে টুকরো করা মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্তে প্রাপ্ত আজাহার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এছাড়া ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জাকিরের ভাই শফিকুল বলেন, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত ৪ জুন রাতে আজাহার নামের এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। আজ তার এমন করুণ অবস্থায় মরদেহ পাওয়া গেলো। আমি এর সঠিক বিচার চাই। ওই ঘটনায় গত ১০ জুন পরিবারের পক্ষ থেকে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করা হয়। ব্যবসায়ী জাকিরের কাছে দুই লাখ টাকা ছিল। এই টাকা পেতেই আজহার আলী তাকে হত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
আ. দৈ. /কাশেম