শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
জাতীয়
ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ
নিজস্ব প্রতিবেদক
Publish: Thursday, 12 June, 2025, 4:19 PM  (ভিজিট : 66)

ঈদুল আজহার লম্বা ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর প্রবেশপথে দেখা গেছে, ফিরতি মানুষের ভিড়। বিশেষ করে যাত্রাবাড়ী, গুলিস্তান ও ফুলবাড়িয়া এলাকায় যাত্রী নেয়ার জন্য গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের উপস্থিতি রয়েছে।

ঢাকায় ফেরা মানুষের মধ্যে তাড়াহুড়া ও ক্লান্তির চিহ্ন স্পষ্ট। গুলিস্তানে কোরবানির মাংস ও ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নামা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাদেকুর রহমান জানান, গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করাটা অন্যরকম অনুভূতি কিন্তু ঢাকায় ফিরে আবার কাজের মধ্যে ঢুকতে হবে। তাই ফিরতেই হচ্ছে। বাসে সিট পেতে কষ্ট হয়েছে, অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছে।

বরিশাল থেকে আসা রাবেয়া খাতুন বলেন, ‘‘আমার ছেলেটা স্কুলে পড়ে। ওর ক্লাস শুরু হবে রবিবার (১৫ জুন) থেকে। তাই আজই ফিরছি। বাসে প্রচণ্ড ভিড় ছিল।’’

পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ বাস মালিক সমিতির সদস্য তোফায়েল হোসেন জানান, ঈদের পর সাধারণত তৃতীয় বা চতুর্থ দিন থেকে ঢাকায় ফিরতি যাত্রীর চাপ বাড়ে। এবার লম্বা ছুটি হওয়ায় একটু পরে মানুষ ফিরছে। প্রতিটি রুটে অতিরিক্ত বাস নামানো হয়েছে। তবে যাত্রীর চাপ এত বেশি যে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। 

পদ্মা সেতু হয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে খুলনা ও বরিশাল বিভাগ থেকে আসা যাত্রীদের অনেকে নামছেন পোস্তগোলা, জুরাইন ও যাত্রাবাড়ীতে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের যাত্রীরা নামছেন সাইনবোর্ড, শনির আখড়া, রায়েরবাগ ও সায়েদাবাদ এলাকায়।

এসব এলাকায় যাত্রীদের স্থানীয় গন্তব্যে পৌঁছাতে অন্যতম ভরসা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা। গুলিস্তান এলাকায় অটোরিকশার চালক মো. সিরাজ জানান, আজ বৃহম্পতিবার (১২ জুন) সকাল থেকে প্রচুর যাত্রী মিলছে। অনেকে দূরের গন্তব্যে যেতে চায়। তবে খালি ফিরতে হচ্ছে। তাই ভাড়াও একটু বেশি চাইতে হচ্ছে। 

অনেক যাত্রী অতিরিক্ত ভাড়ার কথা বলছেন। মালিবাগের উদ্দেশে অটোরিকশায় ওঠা এক নারী বলেন, “সাধারণ দিনে যেখানে ৩০০ টাকায় যাই, সেখানে আজ চালক ৫০০ টাকা চেয়েছে। বাধ্য হয়ে দিতে হয়েছে।’’ 

ফুরবাড়িয়া বাস টার্মিনালে দায়িত্বরত ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের যাত্রাবাড়ী অঞ্চলের উপপরিদর্শক (এসআই) তানজিল হাসান বলেন, ‘‘আজ সকাল থেকে ফিরতি যাত্রীর চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের যানজট হয়নি। আমরা হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সমন্বয় করে কাজ করছি।’’

তিনি জানান, বিশেষ করে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর নামার প্রবণতা অনেক যাত্রীর মধ্যে দেখা যাচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।

গত ৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সরকারি চাকরিজীবীরা এবারের ঈদে টানা ১০ দিন ছুটি পেয়েছেন, যা শেষ হবে ১৪ জুন। ফলে আরো দুই দিন রাজধানীমুখী মানুষের চাপ অব্যাহত থাকবে। 

আ.দৈ/আরএস



   বিষয়:  ঈদ   কাটিয়ে   রাজধানীতে   ফিরছে   মানুষ  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্যে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা
মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝