ফরিদপুর শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে ইলিশের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি আড়তে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একইদিন একই বাজারে ডিমের বাজারেও অভিযান চালায় জেলা ভোক্তা অধিদপ্তর। সেখানে ডিমের দামে কারসাজি করায় বাদশা ভ্যারাইটিজ স্টোর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুরের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ইলিশের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও ইলিশ নিয়ে কারসাজি বন্ধ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ডিমের দামের কারসাজি বন্ধেও অভিযান চলমান থাকবে।
আ. দৈ. /কাশেম /রানা