নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল, কোন ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
মঙ্গলবার(২৭ জানুয়ারি) ঢাকা ২ আসনের অন্তর্ভুক্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ভারতে বসে নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে একটি মহল, কোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না,১২ তারিখ যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বন্ধ করতেই কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে মেরে ফেলেছে সন্ত্রাসীরা , এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হত্যায় জড়িত আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ সময় ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ধানের শীষে ভোট চেয়ে বলেন আগামীতে আমি নির্বাচিত হতে পারলে ঢাকা ২ আসন কেরানীগঞ্জ কে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হিসেবে গড়ে তুলবো।
ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমনের নির্বাচনী প্রচারণায় এ সময় বিএনপির বিভিন্ন নেতকর্মী অংশ নেয়।