শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
জাতীয়
জুলাই বিপ্লবে তরুণদের ঐতিহাসিক ত্যাগ মানুষ স্মরণ করবে
বিএনপি ও জামায়াতের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আনুরোধ মামুনুল হকের
নিজস্ব প্রতিবেদক
Publish: Friday, 23 May, 2025, 5:25 PM  (ভিজিট : 89)


বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাদেরকে দায়িত্বশীল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংঘটিত বিপ্লবে তরুণদের ঐতিহাসিক ত্যাগ ও নেতৃত্ব এ দেশের মানুষ হাজার বছর স্মরণ করবে। 

তিনি বলেন,রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ছাত্রনেতাদের অযথা বাগবিতণ্ডায় জড়ানোর কোন প্রয়োজন নেই। ছাত্রনেতাদেরকে এসব বাগবিতণ্ডা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন  তিনি। মাওলানা মামুনুল হক বলেছেন, তরুণদের ত্যাগ ও কুরবানি, জুলাই-আগস্টের বিপ্লবে ঐতিহাসিক নেতৃত্ব এ দেশের মানুষ ভুলবে না। কাজেই ছাত্রনেতাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন কর। 

 আজ শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দীর্ঘসময় অতিক্রান্ত হওয়ার পরও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার বাস্তবায়নে আজও কোনা রূপরেখা আমরা দেখতে পাইনি। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই, অনতিবিলম্বে আপনি সংবিধানসহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুন। রোডম্যাপের ভিত্তিতে উপযুক্ত সময়ে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। 
মামুনুল হক বলেন, প্রফেসর ইউনূস সাহেব জাতির অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সেনাপ্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ, যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আপনাদের ব্যক্তিগত মান-অভিমান এ দেশের ১৮ কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারে না। এ দেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে। এ দেশের অনেক মায়ের চোখের পানি এখনো শুকায়নি। এখনো শহীদের রক্তের দাগ বাংলার রাজপথ থেকে মুছে যায়নি। এখনই ক্ষমতা নিয়ে এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন নয়। বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলতে চাই, এভাবে আল্টিমেটাম দিয়ে, টাইমফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনের দিকে অগ্রসর করা সম্ভব হবে না। সহনশীল অবস্থানে আসুন। প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি আপনার সংস্কার কাজ সম্পন্ন করুন। এ দেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন। দুর্বৃত্তায়নের নির্বাচনী ব্যবস্থায় এ দেশের মানুষ বিশ্বাস করে না। এই দুর্বৃত্তায়নের নির্বাচনের মাধ্যমে কিছু দুর্বৃত্ত সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। ভালো মানুষের সংসদ সদস্য হওয়ার কোনো ব্যবস্থা নেই। দেশের মানুষকে জিম্মি করে মব তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে, এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, বিগত সরকারের যারা দোসর ছিল, যারা পৃষ্ঠপোষক, ফ্যাসিবাদের জন্মদাতা যারা, তাদের আমরা রক্ষা করছি আমাদের দ্বন্দ্ব সংঘাত উসকে দিয়ে। বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করার চেষ্টা চলছে। কাজেই আসুন আমরা হাতে হাত রাখি। জুলাই-আগস্টের চেতনাকে শানিত করে অভূতপূর্ব ঐক্য সাধন করে সব ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করে দিতে চাই।

মামুনুল হক বলেন, প্রতিটি ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলব। প্রতিটি ঘরে বাবা-মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে নারীদের যেভাবে বঞ্চিত করা হয়, কন্যা সন্তানকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়, সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে তাদের উত্তরাধিকার সম্পত্তি নিশ্চিত করবে। সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্য নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন হয়ে বিজয়নগর পানির টাংকি এলাকায় গিয়ে শেষ হয়।


আ.দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
মিডল্যান্ড ব্যাংক ও টালিখাতার উদ্যোগে ক্ষুদ্র ব্যবসায়ীর জন্যে ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা
মেঘনা ব্যাংকের ১৯৬তম বোর্ড সভা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
জাতীয়- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝