যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অসাধু কর্মকর্তাগণের সাথে যোগসাজশে ভুয়া ও পরিচয়হীন ব্যক্তিবর্গকে মালিক সাজিয়ে ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেডের তেজগাঁওস্থ অফিসের মূল্যবান রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। আজ বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা প্রাপ্ত ওইসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আক্তার হোসেন। তিনি আরো জানান, অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের কর্মকর্তারা ঢাকা স্টীল ওয়ার্কস লিমিটেডের তেজগাঁওস্থ অফিস এবং ঘটনাস্থল পরিদর্শন করে। ওই প্রতিষ্ঠানের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারের মূল্যবান সম্পত্তি প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে । এমন অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে টিম বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন থেকে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশনের সংশ্লিষ্ট শাখায় বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে গণ মাধ্যমকে জানানো হয়।
আ.দৈ./কাশেম