টঙ্গীর এরশাদনগর এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী পারুল আক্তার ও তার স্বামী মানিক মিয়াকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (দক্ষিণ)।
২৮ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে জিএমপির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. গোলাম মোস্তফা, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন এরশাদনগর ১ নম্বর ব্লকের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়েন্দা দল মানিক মিয়ার লুঙ্গির কোচর থেকে ৯০ পিস এবং পারুল আক্তারের আলমারির ড্রয়ার থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত মোট ২০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃত পারুল আক্তার ওরফে পারুলী (৩৫) এর বিরুদ্ধে ইতোমধ্যেই মানিলন্ডারিং, অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলা রয়েছে। অন্যদিকে, তার স্বামী মো. মানিক মিয়া (৪২)-এর বিরুদ্ধেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মারামারি, অস্ত্রধারণ এবং হত্যাচেষ্টার অভিযোগ।
পুলিশ জানায়, মাদক উদ্ধার সংক্রান্ত এই ঘটনায় এসআই (নিঃ) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর: ৫২, । স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পারুল ও মানিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরশাদ নগর এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবেই পরিচিত ছিল পারুল। বারবার গ্রেফতার হলেও রহস্যজনক কারণে তিনি আইনের ফাঁক গলে ছাড়া পেয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়ায় বলে অভিযোগ স্থানীয়দের।
আ. দৈ./কাশেম