বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর মেট্রোরেল চলাচল আবারও শুরু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল ৫টার কিছু পরে বিদ্যুৎ সরবরাহে সমস্যার সৃষ্টি হলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) মোহাম্মদ ইফতিখার হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
চলাচল বন্ধ থাকায় চলন্ত ট্রেনের ভেতরে অনেক যাত্রী আটকা পড়েন। স্টেশনগুলোর প্ল্যাটফর্মেও যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনগুলোতে টিকিট বিক্রি বন্ধ রাখা হয় এবং কয়েকটি স্টেশনের মূল ফটকও সাময়িকভাবে বন্ধ ছিল।
বিদ্যুৎ সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে চলাচল স্বাভাবিক করে।