পাবনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এই অভিযান পরিচালনা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযানকালে বিভিন্ন সেবাপ্রার্থীদের সাথে কথা বরেন এবং পাসপোর্ট সেবা প্রদানে হয়রানির বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন। দুদক কর্মকর্তাদের কাছে সেবা গ্রহীতাগণ উক্ত পাসপোর্ট অফিসে বিভিন্নভাবে হয়রানির বিষয়টি জানান। দুদক টিমের নিকট হয়রানীর অভিযোগের সত্যতা পরিলক্ষিত হয়। অধিকন্তু পাসপোর্ট সেবা প্রদানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশের মাধ্যমে ঘুষ গ্রহণ করার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কর্তৃক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আ. দৈ./ কাশেম