ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ, পদোন্নতি ও বদলি বাণিজ্য এবং কেনাকাটায় অনিয়মসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রাপ্ত ওইসব অভিযোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অভিযান চালায়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ওই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রাপ্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলছে। দুদক টিম উক্ত অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছেন। এখন সংগৃহীত রেকর্ডপত্র সার্বিক পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে মতামতসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ./ কাশেম