চট্রগ্রাম বন্দরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করার জন্য বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশীপ এমওইউ চুক্তি করেছে।
ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওপিএস, এনডিসি, এনসিসি, পিএসসি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই পার্টনারশীপের ফলে সুরক্ষিত, আধুনিক এবং ঝামেলাহীন ডিজিটাল পেমেন্ট এবং কালেকশন ব্যবস্থার মাধ্যমে চট্রগ্রাম বন্দরের আর্থিক লেনদেন দক্ষতা বৃদ্ধি পাবে। ইবিএল এবং চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেম প্রবর্তন করবে যার ফলে আর্থিক লেনদেন আরও সহজতর হবে।
চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, একটি অধিকতর স্মার্ট এবং দক্ষ বন্দর তৈরির লক্ষ্যে আমাদের ভিশন অর্জনে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রবর্তন একটি গুরুত্বেপূর্ণ পদক্ষেপ। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে সহযোগিতা আমাদেরকে বন্দরের পরিচালন দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং বিশ্বব্যাপী আধুনিক বন্দরের একটি বেঞ্চমার্কও প্রতিষ্ঠিত হবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পার্টনারশীপের মাধ্যমে আমরা বন্দরের আর্থিক ইকোসিস্টেমে একটি বিপ্লব ঘটাতে চাই। উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চট্রগ্রাম বন্দরে ডিজিটাল ব্যাংকিং সেবা ইস্টার্ন ব্যাংকের সঙ্গে চুক্তি