পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল ২০২৫-এ প্রধান পর্যবেক্ষক হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ। পাশাপাশি কাউন্সিল সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
গত শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা জেলা শাখার দপ্তর সম্পাদক মো. সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে কাউন্সিলের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে সদস্য ফরম বিতরণ করা হবে। জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সকল শিক্ষার্থীদের উক্ত সময়ের মধ্যে ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ এবং পূরণ করে জমা দেওয়ার আহ্বান করা হলো।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এছাড়াও উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ এবং মোকছেদুল মোমিন মিথুন। এছাড়া, কাউন্সিলে উপস্থিত থাকবেন পাবনা জেলা শাখা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রিন্স।
কাউন্সিলের প্রধান পর্যবেক্ষক ও ইবি ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্র রাজনীতি একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলনের জন্য কাউন্সিল নির্বাচন বাস্তব ও গতিশীল উদাহরণ। আমাদের পর্যবেক্ষক দল নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। ভোটগ্রহণ প্রক্রিয়া তুলনামূলকভাবে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে।
নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় থাকবে বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এই কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের পাবনা এডওয়ার্ড কলেজ শাখায় একটি গতিশীল, সংগঠিত ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে উঠবে, যারা শিক্ষা ও গণতান্ত্রিক চেতনার স্বপক্ষে কাজ করবে।
আ. দৈ./কাশেম