পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে।
এ উপলক্ষ্যে আইইউটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পূবালী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রো-ভাইস চ্যান্সেলর ড. হিসেইন আরাবি নুর ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান। এসময় ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ, কে, এম, আব্দুর রকীব, গাজীপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, উত্তরা মডেল টাউন শাখা ব্যবস্থাপক তাহমিনা ময়না এবং জনসংযোগ বিভাগের প্রধান মোহাম্মদ মিজানুর রহমানসহ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষকবৃন্দ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করেনা, এর বাহিরে সামাজিক দায়িত্ববোধও রয়েছে। এরই প্রেক্ষিতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির জন্য পূবালী ব্যাংক একটি বাস অনুদান হিসেবে প্রদান করেছে। তিনি বলেন, এই অনুদান অনাগত দিনগুলোতে ঐতিহ্যবাহী দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম পূবালী ব্যাংকের এই অনুদানের জন্য ধন্যবাদ জানান।
র/আ